প্রকাশিত: Tue, Jul 2, 2024 11:08 AM
আপডেট: Wed, May 14, 2025 9:03 AM

[১]জুনে রেমিট্যান্স এসেছে প্রায় ৩০ হাজার কোটি টাকা

মনজুর এ আজিজ : [২] প্রতি ডলার ১১৮ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯,৯৭২ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

[৩] সূত্র জানায়, গত মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। 

[৪] এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ কোটি মার্কিন ডলার।সম্পাদনা: সমর চক্রবর্তী